ঘুমিয়েছিলাম নিশুতি কালো অন্ধকারে
কতো সহস্রকাল।
হঠাৎ খবর পাঠিয়েছিলে এক
সেদিন আমি অবাধ্য-
নতুন মেঘে জলরাশি উত্তাল।
এতো সুন্দর সৃষ্টি তোমার ?
নিখুঁত রূপকার-প্রতি অঙ্গে যেনো জড়ানো তোমার হার ,
অঙ্গে তোমার মলিন ছোঁয়া , স্নিগ্দ্ধ সোনা রোদ ,
তোমায় ঘিরে আকাশের তারাও যে গুনছে প্রমোদ।
তোমায় ছুঁবে কার সাধ্য।
এসেছি কাছে , তোমার যত আছে , ভরাও আমার বুকে
থাকতে দাও আমায় তুমি, তোমার গন্ধে ডুবে।
এ যে আমার দূর্ভাগ্য
সেই সহস্রকাল আমি দেখিনি তো আর
এমন রাঙা -ধুপ!
আজ আমি নিশ্চুপ
শিহরণ অনুভূত , আমার কোনায় কোনায়।।