আমি একটা নদী

হঠাৎ পড়েছিলাম আকাশ ধূলি হতে

তারপরে আছড়ে পড়েছি সমাজ-জীবন পথে।

বাঁধতে  চেয়েছিলো আমায়-বালুয়াড়ী ,পাহাড়, জঙ্গল

বড়ো বড়ো পাথরে আঘাত পেয়েছে আমার জল।

আমি উন্মত্ত , আমি উন্মাদ

আমি গর্জনে বুঝিয়েছি আমার সংঘাত

আটকাতে পারেনি কেউ, স্থির লক্ষ, নই অসহায়-

জানি নিশ্চিত কোথাও একদিন মিলবো মোহনায়।

পূজো করেছে কেউ, কেউ নোংড়া করেছে আমায় ।

শুনিনি আমি, তাকাই নি কারও দিকে

সরিনি একরত্তি নিজের লক্ষ থেকে,

ভালোবাসা চেয়েছে যে , দিয়েছি উজাড় করে-

শস্য শ্যামলা করেছি, বসিয়েছি ঘড় আমার চড়ে ,

কখনও ভেঙেছি বাঁধ , গুড়িয়েছি হিংস্র সমাজ

উচ্ছাসে উদ্দামে করেছি আমার কাজ ,

আমাকে নিয়ে রাজনীতি-তাও দেখেছি আমি !

লড়াই এর আঁচ - সে খবর ও জানি!


আমি মন্দিরে ঢুকেছি, আমি মসজিদে ঢুকেছি,

গির্জায় আমি বাইবেল খুঁজেছি

ভগবান - আল্লা , সবার পায়েই পড়েছে আমার জল !

তাই দীর্ঘ আমি

তাই পেয়েও পায়না কেউ আমার তল। ।