উচ্ছল জল-ধারা , পুলকিত পাতা

আজ শ্রাবনো বৃষ্টি তে চৌদিক

মাতোহারা।

লাল শাড়ি স্কুল ছুট মেয়েরা দলে দলে

বৃষ্টি ভেজা শরীর নাচে আনন্দ হিল্লোলে,

দিশেহারা-কেউ লুকোচ্ছে ছাউনি তলে

কেউ বা ছুটছে ঘর অভিসারে।

ছেলেরা সব বাধছে খেলা জল ভর্তি মাঠে,

শ্রাবন কাদায় চলে বেচা-কেনা জনভীর হাটে,

আজ যে শ্রাবন।

আজ নৌকা দিয়েছে পাড়ি ,  খুলেছে বাঁধন ,

ঘরে ঘরে মজলিস,  আজ  কাজ বন্ধ,

চারিদিকে ফিরছে ,না জানা কি আনন্দ!

নতুন কোনো গল্প বাঁধতে চায় মন

আজ যে শ্রাবন।

দূর দীগন্তে চোখ মেলে , আনমন অক্ষেযালে

নিশ্চুপ  আমি দাঁড়িয়ে জানালায় ,

পৃথিবী কতো সুন্দর -তারই ই দিচ্ছে খবর

আলো-আবছায়।

আমি উদাস চোখে দেখি প্রকৃতি র আনন্দ

বাতাসের সোঁদা গন্ধ,

নতুন  কিছু এক করতে যে চাই-

ঘনো এ শ্রাবন ধারা-ডাকে জেনো তাই।।