জে মানুষটা কখনও লেখেনি,
কখনও বলেনি গোপন কথা ,
শুধু এক দৃষ্টে দেখে গেছে কিছু দৃশ্য-
ধরতে পারিনি তাকে।
ছুঁতে পারিনি।
কি নিয়ে গেলো সেই মানুষটা ,খোঁজার চেষ্টা কি করেছি -
উত্তর দিতে পারিনি নিজেকেও।
শুধু শূন্য ,
রেখে যায়নি আকাশে -বাতাসে।।