আয় বিরাম হীন বৃষ্টি-আয় নেমে আয় -
আমার পৃথিবীর বুকে ,
গাছ গুলি সব পড়েছে নুয়ে ,ফুলের গন্ধ স্মিত ।
খিদে মিটিয়ে দাও গাছের প্রাণে-
অবাধ্য চোখে আকাশ দেখুক গাছের পাতা।
হারানো ফুল নিজের জায়গা নিক খুঁজে।
ঘাসে ঘাসে ধোরে থাকুক বৃষ্টি-কণা ,
ঔদ্ধত্ব পৃথিবী শান্ত যদি হয়-
আসনি তুমি কতো বছর শত শত ,
ছিটে মাত্র এসেছে তোমার মতো -
সম্পূর্ণ শক্তি তে আজ তোমাকে চাই-
ভয়ঙ্কর খরা আজ -পৃথিবীর যেদিকে তাকাই।
আমার পৃথিবী তে জায়গা দেখি নাই।
চারিদিকে শুধুই কাটা,বিষাক্ত জঞ্জাল ,
দেখো তোমার দিকে চেয়ে অস্থির আজি পাল,
আসুক বৃষ্টি ধারা-ভাসিয়ে দিয়ে যাও -শান্তি চায় পৃথিবী দায়িত্ব তুলে নাও।
আবার সৃষ্টি করো প্রাণ,
আবার ভরাও দান,
আবার সাজিয়ে দাও আরো একবার-
তপ্ত হৃদয় বাঁচতে চায় আমার।।