রোজ ভোরে দোরে দোরে ,একটি চড়ুই পাখি করতো ডাকাডাকি ।

বলতো " ওঠো  জাগো ঘুমিয়ে আছ কেন ?,

             কত  যুগ ধরে , আছ  পড়ে  চুপ করে ,জাগবেনা  এখনো ?-

            শেওলা জমে গেছে মনের ওপরে তবুও চেচাও উচ্ছসরে ।"

আজ  হীন চিন্তা , হীন ভাবনা পিষছে  সমাজ  যেন ।।


চড়ুই পাখির অস্থিরতা , বারলো  ব্যাকুলতা  --

এদিক চায় -ওদিক ধায় -তবু জুটলো না  যে  সায়-

রাত শেষে চ্যাচায় এসে " ওঠো  ওঠো  আর দিও  না তোমরা ঘুম,

                                দেখো পৃথিবী ছেরেছে আশা --

                                নিশ্চুপ নিঃঝুম ।

                              ভগবান, চায় সন্মান , এবার তো দাও সারা --

                             সম্মুখে, পথ যাবে রুখে -রইবে দিশেহারা ।"


একদিন ভোরে  দোরে দোরে আর মেলেনা সারা ,

পরে আছে সব , যেমন ছিল তেমন - পাখির অস্তিত্ত্ব ছাড়া ।


কোন সুদূরে, গেছে বুঝি উড়ে --ঘুমিয়ে আছে কারা ।।