সাহায্য চেয়ে হাত বাড়িয়েছিলাম সবার দিকে
জন্মের পরেই চিৎকারে প্রথম আবেদন মা-কে।
এরপর কখনো হাসি কখনো কান্নায়
বুঝিয়েছিলাম আমি অসহায়।
অসহায় আমার কাছে পৃথিবী সব সময় কঠিন,
পা রাখার প্রথম দিন জেতার আনন্দ হয়েছিলো অসীম ,
তারপর দেখলাম জায়গা নেই,সামনে হাজারো সৈনিক।
প্রতি ইঞ্চি পদক্ষেপে লড়াই-
দুর্গম পথ চড়াই উতরাই।
অনেক সময়, বে-সামাল হয়েছে আমার দিক।।
আস্তে আস্তে অভ্যস্ত আমি শরিক হলাম তোমাদের একজন,
আমিও দিলাম ছেরে আমার পন.
বাজালাম প্রতি দিন লড়াইয়ের ঘন্টা,
সূচিপত্রে শুধু ছিলো জেতার মন্ত্রটা।
কথাও দেওয়া হয়নি ছাড়-স্কুল কলেজ অফিস কি হাসপাতাল ।
প্রত্যেক দিন ছিড়তে হয়েছে ফাসের জাল ।
জেতার গর্ব নিয়ে যেদিন প্রথম জন্মালো অহঙ্কার -
সে দিন ধরেছিলো আমার হাথ।
তাকিয়ে দেখলাম সে অন্য কেউ না - আমার সন্তান ।
ভরসা এসেছিলো মনে ,এখনো পৃথিবী তে আছে আমার স্থান।
ছেলের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় সেদিন বলেছিলাম -
"ছেড়ে দিও না কখনো আমায়, ছেড়ে দিও না আমার নাম।
আমার জেতা আমার সন্মান সব তোর ই হাতে ,
ভয় যেন পেয়ে না বসে এমনই কোনো এক প্রভাতে ।
নিশ্চিন্তে আমার শেষ আবেদন রাখতে চাই তোর্ কাছে-
যেনো চলার পথে জেনে রাখতে পারি আমারও কেউ আছে।।"