মাত্র আটষট্টি বছরের স্বাধীনতা
ভুলে যায়নি তোমাদের শরীর -
রক্ত দেওয়ার কথা।
তোমারা নিয়েছো দেশ ভাগের জ্বালা,
তোমরাই ভেঙেছ শেকলের তালা,
কতো বলীদান দিয়েছো , দেখিয়েছ হাসি মৃত্যুকে কতো ।।
এ ব্যাথা যাওনি ভুলে-
রাখনি শুধু ইতিহাসের পাতায় তুলে,
তবু ভয় কেনো পাচ্ছ আজ
এখনো তোমার মধ্যে আছে লড়াই এর আঁচ।
এখনো বিভীষিকার গন্ধ তোমার নাকে
"বন্দে মাতরম" আজও শিহরিত করে তোমাকে।
এখনো তুমি পারো ছিনিয়ে পেতে--
বাঁচার মতো বাঁচা শোষকের মুখ থেকে।
তোমরাই তো মেরেছো দানব , ফিরেয়েছ হিংস্র যতো।।
আজ শিউরে উঠছ,? কিসের ভয়?
তোমার বলীদান নতুন তো নয়,
তোমরাই জানো প্রানের দাম
তোমরা জানো লড়াই-য়ের গান ,
হাসতে হাসতে মাটির সাথে তোমরা মেশাও নতুন রক্ত।।