জননী,
তোমার অপেক্ষায় পথ ফিরে চায় আমার বাংলা।।
একটু একটু করে সাজিয়ে তোলে,
দুরু দুরু বুকে তোমার যাত্রা ধ্বনি বাজে।
বর্ষার কালো মেঘ সরে সোনা রোদ মাখে বাইরের জানালা।
দূরে ঘনো সবুজ মাঠে শ্বেত কাশফুল দোলে ,
পুরোনো ধূল ঘর আবার নতুন করে সাজে।
আকাশ বাতাস,মাঠে ঘাটে ,তোমার গন্ধ নাকে-
দূরে কোথায় যায় শোনা ওই কাঠি পরে ঢাকে।
এমনি করে বছর পরে নতুনের স্পর্শ লাগে
সুরের হওয়ায় বাতাস ভরায়
আনন্দ রস ক্ষসে।
কয়েকটা দিন আরো থাকো মনের মধ্যে জাগে
ঘরের সবাই ঘর ফিরে পায়
গল্প আসর বসে।
আর দেবোনা যেতে তোমায় এমনি একা ফেলে
আনন্দ রস তোমার পায়েও আমরা দেবো ঢেলে
দেখবে তোমায় - আমরা সবাই - দাড়িয়ে আছি ধরে।।