আজ বড় অচেনা আমার সেই ছোট্ট গ্রাম
আজ যে মস্ত বড় শহর --দেশ জুড়ে নাম।
      গ্রামের মাঝখানে সেদিন ছিলো বড় একটা মাঠ,
      কাক-ভোরে তখন  বসতো ছেলেদের  শরীর-চর্চার হাট ,
      আজ সেখানে দশ-তলা সার দিয়ে সব বাড়ি- প্রচুর গাড়ি।
      আজ  অবকাশ নেই কারও  , শিখরে পৌঁছনোর আদেশ তারাতারি।
গ্রামের  বা-পাশের জঙ্গল, ঠিক তারই পূব-কোনে ,
মিলতাম আমরা কত-জনে,
হাসি-মজায় কেটে যেত বেলা কারণে-অকারণে,
আজকে সময় একমাত্র যা নেই  আমাদের কাছে--
কিন্তূ সেদিন ছিলনা টাকা-- আজ যা প্রচুর আছে।
      আজকে  ইট ভর্তি ভিড়ের মাঝে এক বিশাল শূন্যতা--
       দিন দিন গ্রাস করছে আমাকে,
        ইদুর দৌড়ে ডুবে যাচ্ছি পাকে।
       পালাতে চাইছি আমি  যেন কোথায়-- হারিয়ে যেতে   চাইছি দূর মোহনায়।
কিন্তূ আশ্চর্য এক শক্তি-তে বাধা যেন আমি,
এখান থেকে বেরোনো মানা-- তাও আমার জানা--
একবার সেই মাঠে ফিরে যেতে চাই,
সারা শরীর ঘামে ভিজাতে চাই,
আকাশের শিখরে ঘুড়ির লড়াই--
আরো অএকবার কি দেখতে নাই,
হেরে যেতে চাই আজকের খেলায়,
তবু যদি পুরনো কে পাই--
সেই হবে আমার জয়।আমার নতুন ঠিকানা।.

http://itidibyendu.blogspot.in/