পেঁচারা দেখেছিলো তাঁর অন্তর্ধানের কালো রাত্রি,
নজর ছিড়ে, এগিয়ে গিয়েছিলো ভবিষ্যতের যাত্রী।।
পেঁচার চোখ এড়ায়নি, অন্ধকারে করা সই, আজও -
কালো ঘটনার সাক্ষী সে , কত আরও আরও।
অন্ধকার হলেই, অন্য চেহারায় , বাদুড় রা সব ওড়ে,
আর সত্যি-গুলো মুখ লুকোতে থাকে এক এক করে--
সকাল-বেলা, আবার পৃথিবীর ওপরে সূর্যের আলো এসে পড়ে --
আর কালো রাতের সঞ্চিত লেখা- জমা পরে পেঁচাদের কোটরে।।
পেঁচারা পারে, মুখোষ খুলে দিতে ,
প্রতি রাতের নোংড়ামো ঝেড়ে ফেলে নিতে , কিন্তূ
নির্মল স্বচ্ছ আলোতে কে দেখেছে তাকে,-
আলো আর অন্ধকার গ্রাস হতে থাকে। এমনি করে দুটো পৃথিবী
একসাথে নিশ্ছিদ্রে থেকে যায়,
আর , আলো র কিছু প্রাণ অন্ধকারে হারিয়ে যায়।।