বদ্ধ দরজার ভেতর দিয়ে এক সবুজ পৃথিবী দেখেছি আমি-
শষ্য- শ্যামলা- সোনা রোদে- দুলছে বাতাস।
খুব কাছে ছিল প্রাণ ভরা শ্বাস - আমার
ভেতরে ছটফট করছিলো কি যেন এক।
আমি বন্ধ করা প্রহরী এক--
ছিটকে যাওয়া মানা। ।
কে যেন, সবুজে এর সাথে মিলিয়ে যেতে চায়-
পৃথিবী র ডাক ও আমি শুনেছি , বলে, আয় -চলে আয়,
আমি কান দিয়ে বসে থাকি ।
আপোষ বন্ধে বন্দি আমার
পালানোর ইচ্ছে , আমার হারানোর ইচ্ছে।
পৃথিবী কেবল বোঝে আমায়,
বলে, একবার সাহস করে সব
কিছু ছেড়ে দৌড়ে চলে আয়,
নিজেকে বিলিয়ে আমার শূন্যতায়-
খুলে দে মনের অদৃশ্য তোর ডানা। ।