ছড়িয়ে যাও গর্ভ প্রাচীর হতে
নদীর স্রোতে,
জীর্ণ ধূলি কোনা
স্তব্ধ আবর্জনা
নিয়ে যাও , বদ্ধ করোনা পথে।
জন্মেছে অনেক , রেখেছে কারা -রুদ্ধ
নিছক খেলেছে যুদ্ধ -যুদ্ধ -
এগিয়ে দাও পৃথিবী -আরো দূর অনেক।
যেখানে থাকবেনা ভয়
জন্মালে জয় ,-
প্রত্যেক প্রাণ পৃথিবীর এক
নিয়ে দাও সে পৃথিবী , গর্ভ হতে
এগিয়ে দাও বিশ্ব -কে চিরন্তনের পথে।।