কেউ সফল হয়নি --
একটা দীর্ঘ নিঃস্বাশ প্রতি দিন মেশে
অন্ধকারে,
ছায়ার পাড়ে ,
সকলের অলক্ষ্যে।
কেউ ধনী হয়নি-
না পাওয়ার বেদনা কুঁড়ে খেয়েছে
সকলকে।
মা, বাবা, কত দূরে,
দূর করে দিয়েছে, ভিটে- মাটি
জন্মস্থান-
অনেক সন্মান , -কেড়ে নিয়েছে
মাটির টান।
কেউ বোঝেনি কি পেয়েছে ,
কি দিয়েছে-
ভ্রাম্যমান পৃথিবীতে, ঘুরতে - ঘুরতে
ক্লান্ত যখন,--
এক মাত্র বেঁচে থেকে যায়
ভ্ৰম তখন!!