( রবীন্দ্রনাথ ঠাকুর এর সৃষ্ট অবাক করা লেখা অবলম্বনে নিজের করে কিছু কথা -----)
" নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে "।।
প্রতি মুহূর্ত নৃত্য করে চলেছে আমার মাঝে
ঔদ্ধত- শান্ত -নৃত্য। আমিও চলেছি তারই সাথে -সাথে।
আমার বুকের মাঝে সদা নৃত্যে ব্যস্ত যে-
আমি খুঁজে মরেছি বাইরে তাকে,
তারই নৃত্যে সৃষ্টি প্রতি মুহূর্ত আমার
অনুভব করেছি থর থর সে কম্পন বারেবার।
আমার বুকের মাঝে বিরাট প্রকাশ -বিকিরিত করেছে ভালো মন্দের সুভাষ।
নানা ভাবে নাচে , নানা রঙে নাচে -
সারা জীবন সকাল-সাঁঝে --
"নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে "।।