জীবনটাকে বড্ড সহজ ভেবেছি
যেন বুদ্ধি ছাড়াই চলে,
বুদ্ধিকে কাজে না লাগিয়ে
আজ আমি আটকপালে।
সরল মনে করেছি বিশ্বাস
সরলতার সুযোগ নিয়েছে কিছু বেইমান,
পিছু না ভেবে বলেছি কতো কথা
বেইমানেরা করেছে সর্বদা অপমান।
নিজের স্বার্থ না ভেবে
দিয়েছি হাত ভরে সর্বস্ব,
দিন শেষে কিছুই জোটেনি
আজ আমি নিঃস্ব।
যে আপন হওয়ার ছিলোনা যোগ্য
তাকেই ভেবেছি আপন,
নিঃস্ব হয়ে আজ বুঝেছি
তার ছিলো বিষে ভরা মন।
আগলে রেখে যত্ন করে
কতো করেছি উপকার,
বেইমানেরা কৃতজ্ঞতার বিপরীতে
সবই করছে অস্বীকার।
তবু এই বোকা মন
শাসনে আমার থাকেনা,
বেহায়াপনা করেই চলে
ঠকলে ভাষা পাইনা দেওয়ার সান্ত্বনা।