ত্যাগেই আছে শান্তি
যদি পারো করতে,
করলে প্রকৃত ত্যাগ
মনে হবে আছো বেহেশতে।
এ ত্যাগের প্রতিদান
দেবেনা হয়তো কেউ,
পাহাড় যেমন দিয়েছে নদীকে
অথৈ জলের ঢেউ।
এ পৃথিবীতে কে করে প্রকৃত ত্যাগ?
কার আছে বিবেকবোধ?
সবাই নিজের স্বার্থে
নেয় সবারই প্রতিশোধ।
প্রতিশোধের আগুন না জ্বালিয়ে
যদি করে দাও ক্ষমা,
মৃত্যুর পরেও তোমায় করবে
স্মরণ এই পৃথিবী মা।
আছে যতো গুনীজন
আর মহাত্মা ব্যক্তি,
ত্যাগের মহিমায় তারা যুগে যুগে
সবাই পেয়েছে খ্যাতি।