স্বার্থবাদী কিছু বেইমান
আছে যত পৃথিবীতে,
কি ঔষধ আছে বলো
মনটা তাদের ফ্রেস করতে!

কয়লা ধুলে যেমন
যায় না ময়লা কয়লার,
তেমনি এসব বেইমানের
মন হবেনা কখনো পরিস্কার!

দেখলে এদের সামনে
দিও না কেউ সম্মান,
তাতে যদি হয় শিক্ষা
যেন কমে তাদের মান!

যেদিকে টাকার পাল্লা
আছে অতীব ভারী,
সেদিকে ছুটে তারা যেমন ছুটে
মৌচাকের পিছনে মৌমাছি।

স্বার্থ ফুরালেই হলো
কেটে পড়বে বেশ।
অমনি লাগবে তোমার পেছনে,
শত্রুতার আছে যত লেশ।

এই সুখ ও সুখ নয়
আরো পাবি সুখ তোরা,
পরলোকের কথাও একটু ভাব
যমরাজের কাছে যখন দিবি ধরা।

******************************