অতি আশা নয় ভালো
যায় যে সে বিফলে,
কোন অতিই গ্রাহ্য নয়
দুর্ভোগ নামবে কর্মফলে।
যা আছে তাই নিয়েই
থাকতে হবে সন্তুষ্ট।
এর চেয়ে বেশি চাইলেই
বিধাতা হন রুষ্ট।
স্বামীর প্রতি আশা স্ত্রীর,
স্ত্রীর থাকে তার স্বামীর প্রতি।
মাতা-পিতার আশা পুত্রের প্রতি,
পুত্রের থাকে তার মাতা-পিতার প্রতি।
আত্মীয়তার এই আশা
যদি না হয় কভু পূরণ,
তখনই দেখা দেয় বিরোধ
আর হয়ে যায় সম্পর্কের বিভাজন।
অর্থ হোক বা সম্পর্কে
আশা রেখো সীমিত,
নইলে হতাশা আর নিরাশার
কালগ্রাসে হতে হবে পদদলিত।