না,আর পারছিনা!
হাজারো অসুস্থতায় জর্জরিত শরীর,
আজ এটা!তো কাল অন্যটা!!
জীবনে কিছু ব্যক্তির অস্তিত্ব থাকায় হয়তো
আমি বেঁচে আছি।
ভালোবাসা শব্দটা আজকাল হাস্যকর।
মায়া,মমতা, আদর,স্নেহ নিতান্তই দেখানো মনে হয়।মনে হয় স্বার্থ হাসিলের পন্থা।
প্রয়োজন ফুরিয়ে গেলে নির্দোষীকেও দোষী প্রমাণ করে ছুরে ফেলতে হাজারো দেখেছি।
ভালোবেসে জড়িয়ে ধরে ছুরিকাঘাত করা এখন সেকেন্ডের কাজ।
প্রতারণা, মিথ্যেরটনা সমাজে ছেয়ে আছে।
বিশ্বাস শব্দটা থেকেই বিশ্বাস উঠে গেছে।
ভালোবাসা,ভালোকথাগুলোর পেছনে হাজারো ষড়যন্ত্র।
অন্যের ক্ষতি করতে তার পিছনে উঠেপড়ে লাগাতে যেন আত্মতুষ্টি মিলে!
দিনশেষে সেই লোকগুলো আদৌ সুখ পায়? ভালো কি থাকে?

আর না! এবার আসুক জীবনে নতুনত্বের ছোঁয়া।
চারপাশের সব দুমড়েমুচড়ে যাক,যেন পাই এক নতুন পরিচয়।নতুন নাম!
নতুন করে বাঁচার আকুতিতে ভিতরটা চিৎকার করছে অহরহ।
পুরোনো সব ভুলে থাকতে চাই।
ঘটে যাওয়া সমস্ত প্রতারণা, মিথ্যে ভালোবাসা সব পুষ্পরেণু হয়ে আকাশ থেকে পড়ুক ঝড়ে।
বার বার নতুনত্বের স্বাদ জাগছে হৃদয় প্রাঙ্গনে।
মুক্ত আকাশে মেঘেরা যেমন সেচ্ছায় উড়ে বেড়ায়! আমিও কি পারিনা তারই মতো ভাসতে হাওয়ায় মন মত?