হয়তো কোনো জন্মের পূণ্যে
কেউ হয়েছে পুরুষ,
অবলা বলে অবহেলা করছে
সেই বিবেকহীন কিছু কাপুরুষ।
নারীর অধিকার কম সে জানি
কিছু স্থানে-কালে।
এই ধরনী আজো টিকে আছে ঠিক
এই নারীরই বলে।
রজঃস্বলাতে করো উপহাস
করছো কতই অপমান,
এই রজঃস্বলাই সহায় হয়
নারীর জন্ম দিতে নতুন প্রান।
কামের বশে পথে ঘাটে
হচ্ছে শিকার কাপুরুষের,
হয়তো কারো মেয়ে-বৌ কিংবা পাগলিনী,
শারীরিক চাহিদা মেটাতে নতুবা শত্রুতার কোনো জের।
যে নারী জন্ম দিচ্ছে বিশ্ব সংসার
কাঁধে কাঁধ মিলিয়ে ধরছে সংসারের হাল,
সে নারী কম কিসে আর
নারীর অপমানের শাস্তি হবে ইহকাল নয় পরকাল।
আজ করছেন অন্যের ক্ষতি
কাল যদি হয় আপনার?
বাঁচবে না কোনো ধর্ষক
পালিয়েও নিস্তার নেই হবেই তার বিচার।
টাকা ছিটিয়ে চাহিদা মেটান
বন্ধ করুন নারীত্বের অপমান,
বন্ধ হোক ধর্ষন
নারীকে দিন তার প্রাপ্য সম্মান।
হে নারী জেগে ওঠো
ঘুরে দাড়াও এবার,
মান বাঁচাতে আর চুপ নয়
তোমার হচ্ছে জয়জয়কার।