ফেলে আসা রঙিনদিন গুলি
খুব যে আজ পড়ছে মনে,
স্মৃতির পাতার স্কুল লাইফটা
মুগ্ধতায় মোড়ানো আছে স্বযতনে।
কেউ দৌড় ঝাপ করছে,
তো কেউ কাউকে মাথা ফাটাচ্ছে।
কেউ কারো বাড়ি গিয়ে
খাটের তলায় লুকানো স্বত্বে মেরে আসছে।
আবেগের বশে কেউ
দিচ্ছে প্রেমপত্র।
তাই খেলো মার ম্যাম এর হাতে
বুঝতোই না তখন প্রেমের কি রং বা গোত্র।
বেঞ্চ নিয়ে হতো
কতোই না কাড়াকাড়ি।
কে বসবে আগে
তাই নিয়ে তড়িঘড়ি।
হাসি-ঠাট্টা, মান-অভিমান,
ঝগড়া টা হতো প্রচুর,
স্কুল পালানোর কতো টেকনিক
বেঞ্চে বেঞ্চে ছিলো কলম চোর।
কেউ কাউকে হেয় করে
খুব মজা নিতো,
রোল নিয়ে প্রতিযোগিতা
পিছোলে মেজাজ হট হতো।
একদিন না গেলে স্কুলে
মা দিতো দৌড়ানি।
টিফিন খাওয়া শেয়ার করে
"এই আজ তুই কি আনলি"?
নাচে, গানে,খেলায়
কতো জিতেছি প্রাইজ!
প্রতিযোগিতার আনন্দটা
পড়ছে মনে খুব আজ।