গিরগিটির ধর্ম যেমন
ক্ষনে ক্ষনে রং বদলানো,
তেমন কিছু আছে মানুষ
সময় বুঝে রুপ পাল্টানো।
মানুষ নামের মানুষ আছে
খাঁটি মানুষ পাবে না,
সবার মুখে মুখোশ পরা
কে কেমন চিনতে পারা যায় না।
ঝোপ বুঝে কোপটি
সে ঠিক মারবে,
গিরগিটির ন্যায় রক্তচোষার
পরিকল্পনা বানিয়ে রাখবে।
এক স্বার্থ হাসিল করতে
ধরবে কতো রঙিন রুপ,
স্বার্থ ফুরালে সে এবার
ধরবে নবীন রুপ।
তোমার কাছে গিয়ে বোঝায়
তুমিই গুনীজন,
আমার কাছে এসে বলে
ত্রিভুবন মাঝে তুমিই একজন।
মুখের উপর সবাই দেবে
তোমার লাগি জীবন বিসর্জন,
বিপদে পড়ে দেখো একদিন
সে তোমার কতো আপন।