কন্যা আমার বেজায় পাজি
কারো কথায় কান দিতে সে চায় না,
দুষ্টুমিটা বেশিই করছে
অনর্থক ধরে শুধু বায়না।
বাপি কে ডাকে বাবু-মা,
মম কে ডাকে সে মা-বাবু।
কার ডাকে কে সাড়া দিই
বল তো দেখি বাপু?
হাসলে সোনা তুই,
মুখটা যেন থাকে মায়ায় ভরা।
কাঁদলে পারি না সইতে আমি
মুখটা যেন কালিমাতে ঘেরা।
আধো বুলিতে যা একটু বলিস
তাতেই সুখ খুঁজে পাই,
আজীবন এমন দুষ্টুই থাকিস
এটাই আমি চাই।
চোখ রাঙালে দুষ্টু হাসিতে
হয়ে যাই আমি সরল,
শাসন বারন পারিনা করতে
দেখলে কন্যার চক্ষুযুগল।
কন্যা আমার পিতাপ্রেমী
খালি বাবু বাবু করে,
আমায় অসুস্থ দেখলে অমনি
ঔষুধ সামনে এনে ধরে।
আমার চোখের মনি তুমি
অনেক বড় হও,
কৃষ্ণপ্রীতি লাভ হোক
কামনা করি জীবনে সফল হও।