যদিও এলো শরৎ
বৃষ্টির আমেজটা আছে এখনো,
হঠাৎ করে ভিজিয়ে দেয়া বরিষা
তুমুল বেগে আসে কখনো।
দক্ষিনা হাওয়ায় মন মাতে
যখন দেখি দক্ষিনে মেঘের ঘনঘটা,
মনটা অজান্তে হয় চঞ্চল
এই পড়লো বুঝি বৃষ্টির ফোঁটা।
এত খুশি কোথায় রাখি
মেঘ যখন আসে উড়ে,
বড্ড আনচান করে মন
যদি মেঘ না ভিজিয়েই ঘরে ফেরে।
ঝুম ঝুম আওয়াজ মন কাড়ে মোর
চারদিকে জলের থৈথৈ,
বর্ষা তুমি থাকো কিছু কাল
তুমিহীনা এই আত্মতৃপ্তি পাবো কই?