এ সংসার দাবানল নিয়ত
জীব পুড়ে হচ্ছে ছাই,
জন্ম-মৃত্যু,জড়া-ব্যাধির
কবল থেকে পাবে না কেউ ঠাঁই।

এমন জীব মেলা ভার
যে নিমজ্জিত হয়নি দুঃখের সাগরে,
বৃথাই ছুটছে সুখের খোঁজে নিরবধি
সুখ যে পরশপাথর! তার দ্বার বহুদূরে।

যার নেই বাড়িগাড়ি সে
অর্থের পিছু ছুটেই হচ্ছে ক্লান্ত,
যার আছে ধন-দৌলত,প্রতিপত্তি
সে হাজার রোগে আক্রান্ত।

কারো স্বামী অকালেই গেছে মরে
কারোর স্বামী নিজদোষে দিলো ছেড়ে,
কারো বা স্ত্রী বিয়োগের জ্বালা
কারোর মা হারানোর যন্ত্রণা হৃদয়কে দিচ্ছে নেড়ে।

কারো সংসারে কুটিল নারী
দুর্বিসহ করছে সবার জীবন,
তুকতাক করে মেরেই ফেলছে
বোঝেনা কেউ তার ছলন।

হাজার ব্যাধিতে ভারাক্রান্ত ধরা
মহামারীতে লক্ষ প্রান গেলো,
জন্মায় কতো প্রতিবন্ধী শিশু
ধরনী পাপের ভারে বিধ্বংস হতে চললো।

দুঃখালয়ে নিয়ত দুঃখের বাস
এখানে দুঃখের নেই ইতি,
হাজারো দুঃখে জর্জরিত জীব
দুঃখকে গ্রহন করতেই হবে নেই অন্য গতি।

দুঃখালয় হতে উদ্ধার পেতে
সৃষ্টিকর্তার স্মরণ লও,
সুখের সন্ধান দিতে পারে সে
হে জীব জাগ্রত হও।