হে বৃক্ষরাজ, তোমায় নমি আমি সশ্রদ্ধ চিত্তে
তুমিই ধরনীকে করেছো শোভাময়।
তুমিই ছায়া দিয়ে করো ক্লান্তেরে শ্রান্ত
তোমারি পরশে গ্রামগুলো আজ বৈচিত্র্যময়।
তুমিই সৃষ্টির সেরা সৌন্দর্য,
যে পরখ করেছে তোমায়
কেবল সেই করে আস্বাদন।

আজ তুমি আছো বলেই পাহাড়ের এত সৌন্দর্য
হাজারো পর্যটকের সমাগম,
গ্রামের মনোরম পরিবেশ,মেঠোপথের আকর্ষন।
শহরের রুক্ষতা, মরুভূমির নির্জনতা
তুমিহীনা পরিবেশ যেনো কোনো অভিশাপ।
বাতাসের তীব্র ঝাপটা তোমাকে ঘিরে
তুমিই দাও প্রানদায়ক অক্সিজেন।

তোমার উপকার পারেনা করতে কেউ অস্বীকার
তবু কিছু অসাধু করে নিয়ত অবিচার,
অজ্ঞানতার পরিচয় দিয়ে করে তোমার নিধন।
হাজারো আইনের শাসন করেনা কেউ গ্রহন
শাস্তি মিললেও হবেনা তোমার রক্ষা।
তাই হে সমাজ জাগ্রত হও, ভুলোনা বৃক্ষের অবদান,
রক্ষা করো বৃক্ষের, রোপণ করো বৃক্ষরাজ
করো নিজের অজ্ঞতার অবসান।