খুব মনে পড়ে আজ
ছোটো সেই প্রিয় মুখগুলি,
আবারও ফিরে পেতে চাই
স্কুল গন্ডির দিনগুলি।
আমার স্কুলে যাওয়া তোদের ঘিরে
স্কুলে যাওয়ার প্রয়োজন এই বন্ধুত্ব,
ছিলোনা নিজের পড়ার তাগিদ
বুঝতাম না পড়ার গুরুত্ব।
একজনের কথা অন্যজনকে বলা
ঝামেলা লাগিয়ে আবার এক ফাঁকে কমানো,
হট্টগোল, খুনসুটি লেগেই ছিলো
আজেবাজে গল্প,কৌতুক সব যেন মন গড়ানো।
বন্ধু ছিলো অনেক তবে
তোরা আমার স্পেশাল,
স্কুলে যেদিন না দেখতাম তোদের
থাকতো আমার গোমড়ামুখো গাল।
দু'ঘন্টা আগে এসে বেঞ্চে জায়গা ধরে
একসাথে মেতেছি আড্ডাবাজির খেলায়,
কেউ একজনের গন্ডগোলে
ঝাঁপিয়ে পড়তাম দলবলে সেই ঝামেলায়।
বন্ধু তোরা কোথায় আছিস?
আয় ফিরে সেই স্কুল আঙ্গিনায়,
মন আমার আকুল আজ আগেরই মতো
সুখ-দুঃখের কথা বলে প্রান জুড়াই।
তোদের সাথে আত্মার সম্পর্ক
অন্যসম্পর্কের সাথে হয়না তুলনা,
একসাথে কাটানো সময়গুলোর স্মৃতিচারন করে মন
চাইলেই রঙিন দিনগুলি ফিরে যে আর পাবো না।