বাস্তবতা খুবই কঠিন
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত
নিতেই হবে নাহয় হতে হবে
অনেক সমস্যার সম্মুখীন।
কেননা বাস্তবতা খুবই কঠিন।

বিবেককে সবসময় লাগাতে হয় কাজে
নইলে বাস্তব রুপ নেয় বিভিন্ন সাজে
প্রতিমুহূর্তে মেধাকে রাখতে হয় লাগামহীন,
কেননা বাস্তবতা খুবই কঠিন!

মূর্খ যদি করে হাজার দোষ
সে পেয়ে যায় ছাড়া।
তার হবেনা সমালোচনা,কারন সে নিয়মনীতি হীন
কেননা বাস্তবতা খুবই কঠিন!

শিক্ষিতে যদি করে একখানা দোষ,
রটে যাবে পাড়ায়,মহল্লায়।
সাজা তাকে পেতেই হবে, সমালোচনা হয় অন্তহীন।
কেননা বাস্তবতা খুবই কঠিন!

শিক্ষিতের হাজার মাফ চাওয়া যায় যে বিফল
মূর্খেরা জিতে যায় হেরে যায় জ্ঞানীর দল।
অশিক্ষিতের মাফ চাওয়ার থাকেনা প্রয়োজনীয়তা,
কেননা খুবই কঠিন এই পৃথিবীর বাস্তবতা।