আসক্তি সবাকার হৃদমন্দিরে
সর্বাবস্থায় করছে বাস,
আসক্তির এই মোহজালে
তাই সবার নিয়ত হচ্ছে সর্বনাশ।
ভিন্ন ব্যক্তি ভিন্ন বস্তুতে
মজেছে আসক্তিতে,
বোধজ্ঞান হারিয়ে দিনে দিনে
অসুর ভাবাপন্ন তারা বুদ্ধিতে।
মুঠোফোন আর কম্পিউটার আজকাল
আধুনিকতার একমাত্র চিহ্ন,
সামাজিক মাধ্যম আর গেমস এর নেশা
এক মুহুর্ত চলেনা এসব ভিন্ন।
মদ্যপানের আসক্তি আজ
যুবসমাজ ধ্বংসের কারন,
নেশারবস্তুতে গড়ছে শরীর
পরোয়া করছে না আইন কিংবা শাসন।
জড় সম্পর্ককে দিয়ে প্রাধান্য
প্রেমে দিয়েছে মন,
সম্পর্কগুলোর পিছনে সময় ব্যয়
আসক্তির এটিও এক ধরন।
স্বামী-স্ত্রী,প্রেমিক-প্রেমিকা
আবেগে কতই ঝরায় চোখের জল,
বৃথা কষ্ট, আসক্তির হেতু
মন আবেগে হয় চঞ্চল।
আসক্তি আনে মোহ,
মোহ ঘটায় জড়বন্ধন,
বাস্তব হও,আসক্তি রহিত হয়ে
সুস্থির করো নিজ মন।
যত আছে মনে আসক্তি,
সঁপে দাও সৃষ্টিকর্তার চরণে,
নিঃস্বার্থ ভালোবাসা সেই বোঝে কেবল
পাশে থাকে সুখ-দুঃখে,জীবনে-মরনে।