নিত্য কতো যাত্রী জন্মের টিকিট কেটে
মৃত্যুর স্টেশনে নামে তারপর মৃত্যুমুখী ট্রেনে চেপে
ফের যে যার সম্ভাবিত জন্মের দিকে ধাবমান হয়।
আমিও এক যাত্রী আর তুমি আমার—
মাথার চূড়ায় একটা শুনশান পাখি
যে দৈবাৎ যেনো নির্বাক সুরে গান গায়!