দুম করে খসে পড়া আকাঙ্ক্ষার ঘুড়িগুলো দিয়ে
পরপর ভাঁজ করে বানানো
একটা কাগুজে বাক্সে
কাটা কাটা ঠোঁটদুটো তোমার সযত্নে বন্দী করে
বাতাসের গায়্ আকাশের চোখে উড়িয়ে দাও
ব্রীড়ার পেখম মুড়িয়ে!
আর হ্যাঁ আমার গলিত অভিমানের
আলতো অম্ল মাখাও খানিক তাতে,
যদি মোহগুলো হয়ে যায় ফিকে!
যেটুকু তোমার ছায়ায় রেখেছি গচ্ছিত
আমাদের আলো ভালোয় অগোছালো
অশ্রু নির্মিত নিষ্কম্প ধাঁধাদের ছাঁচে।
শেষে মনে ক'রে বাতাসকে ব'লো..
আমার চিলতে চিলেকোঠার ঠিকানা বরাবর
ঠোঁটদুটো অকপটে পৌঁছে দিতে।
এক জীবন চুমু খাবো আমি!