উপচে উঠা ধবল ফেনিল
এক কাপ বৃষ্টির করুণ ধোঁয়ায়,
যেতে চায় ডুবে ক্রমশ এথা-
খড়খড়ে বাদামি একখণ্ড পৃথিবী।
হোক সে বসন্ত
কিবা ফাগুনে শ্রাবণীর আসন্ন দ্বন্দ্ব,
কুটিরে বাহিরে আঁধারে আদরে
নিত্য বর্ষণ তবু হবেই এথা।
যবে নীলের উঠোনে ক্লেদাক্ত মেঘ
ক্রমে দৃঢ় হবে, ধীরে ঘনাবে
খুব যত্নে হারানো কাগুজে নৌকায়
এক-ভোর প্রিয় সুর নিয়ে গানে
এসরাজ হয়ে আসবে!
রইলো এই নিমন্ত্রণ..
রেণু হয়েও তবু উড়তে এসে
ঘুঙুরের তানে ভুল ভাঙাবে।