থমথমে ঠাণ্ডা বাতাসের গায়ে
আলুথালু নকশায় ঝিমুতে থাকা
ছিরিছিরি বৃষ্টিফোঁটা'র নুপূরধ্বনি,
আর উপরের ঐ নক্ষত্রহীন আকাশকে ছেয়ে
মেঘেরা অবিরাম খেলছেই বিদ্যুৎ খেলা।
এমন বর্ষামুখর রাত্তিরে
করোটিজুড়ে বিস্মৃতির মলাটে
কারো স্মৃতিচিহ্ন যেনো সহসাই আঁতকে ওঠে
মেঘধবলিমার উষ্ণ গর্জনের মতো।
কোথাও কেউ একজন যেনো ছিল চোখের কোণায়
কাঁপতে থাকা পাঁজরে সার্কাডিয়ান ছন্দের ডগায়
কেউ একজন...
কেউ যেনো ছিল সেথায় একাকি সযত্নে দাঁড়িয়ে।
আমি শুধু সেই অপেক্ষার বাসরে
সহসা উপহারের মতো হানা দিয়ে
চমকে দিতে পারি নাই তারে!
ছিল, কেউ যেনো ছিল..
এখন আমি নিঃসঙ্গ দাঁড়িয়ে তার
বুকের কম্পন শোনার চেষ্টায় মগ্ন
আঁধারে; হাওয়ার হাতে কান রেখে।
কিন্তু বৃষ্টির ফিসফিস ব্যতীত
আর কিছুইতো শুনতে পাই না!
আবার হঠাৎ শঙ্খ নাদের মতো
মসৃণ হুংকার বাজিয়ে ব'লে উঠে মন,
"কেউ যেনো ছিল"।