একা পথ ফাঁকা আকাশ
জোনাকির সঙ্গম আর
তুলো ছেঁড়া মেঘেদের লাশ;
শুধু একজন যেন কোথাও নেই
থৈথৈ পাথারের দ্বারে
বুক আঁকড়ে দাঁড়িয়ে!
আয়ু যানের বৃত্ত দোলে
ঘুরে ফিরে থামে সহসা বাধায়,
বিমর্ষ চুল্লির ধোঁয়ার মতো
তোমাতে ওড়ে আদিগন্তে হারায়।
সেই কবেকার একরাশ দীর্ঘশ্বাস
ভোরের ঘাসে তুষারের মতো তুলে রেখেছি
তোমার ফিরতি পথের রোদে ঝরাপাতা মরে যায়
আমার বোবা চশমার উনুনে তোমার ছবি।
একটা নিয়ন;
আলোর পিয়ন হয়ে
খুঁজছি কোন ঠিকানায় আমার
স্মারক সমাধির টিকিট কাটা।
নোনা জলের ঝিনুকে
চোখের মুক্তা লুকোনো
তোমার গড়িমসি বসন্তে
আমি কবিতার ফেরিওয়ালা।