পাঁজর গহীনের
ঠা পাথুরে জমিতে
সূর্যমুখীর কিছু
বীজ বুনেছিলাম।

হঠাৎ দৈবাৎ প্রহরে
সূর্যটা ক্রোধহীনতায়  
শ্বেত বামন বনে গেল।

ফুল ফুটলো নাহ্!
চারাগুলোও পচে
ভ্রষ্ট বিনষ্ট হলো
জমি পড়ে থাকলো_

কিছু নীরস আগাছায়
ভরতি; এক অতিকায়
ফাঁপা শূন্য মাঠের মতো।


•|২৪আশ্বিন,১৪২৭|•