ধানসিঁড়ি পারের ঐ নির্মলা মায়াময়ীর
মুকুরে আঁকা
তুলা ছেঁড়া অম্বুরি-রঙা ফালিফালি চিরকুটে
তাম্রলিপি হইতে ধূসর পাণ্ডুলিপি অবধি
সমগ্র শরীর ছেদিয়া,
অতিবিষম শোক খেদ লইয়া রজনের ন্যায়
সুপ্তচিত্তে,
আরো অগণিত কাল ধরে নিশিলিপ্ত রবে
তুমি জীবনানন্দ! হে আঁধার বিলাসী ইন্দ্র!
তোমার কবিতার ছিন্ন মাস্তুল!
হেতু,
ইতিহাস রচিয়া ঐতিহাসিক একদা
ঠিক, অবশ্যি মরিয়া যায়!
তবু সেই ইতিহাস রয় দিব্যি বাঁচিয়া
একই ইতিহাসের খাতায়।
•|৫ ভাদ্র ১৪২৭|•