রাত তখন অনেক নিবিড় ঘুমের মধ্যে খাবি খাচ্ছে
রুদ্ধ জানলার এপার হতে কুয়াশার ক্ষয়কাশ দেখে
শ'কোটি প্রহর পুড়িয়ে দিচ্ছি প্রীতির নীল প্রেমানলে।
আর যা হই, মানুষ তো! অস্থির ওপর যে বয়ে যাচ্ছে
আকাঙ্ক্ষার তপ্ত রক্তধারা; জীবন-জুয়ার যে দুর্ভিক্ষে
রিক্ত রেখে মোড় নিয়েছিলে সেই চত্বরে দাঁড়িয়ে আছি।
প্রতীক্ষায় মৃত সহস্র আকাশ নিলাম করেছি শুধু
হিসেব রাখিনি কোনো যেভাবে রাখে না শব্দ নিস্তব্ধতা।
[১০'ই পৌষ ১৪৩০]