আমার কি দোষ বলো?
তোমায় ভালোবাসতে আমি চাইনি কভু।
তুমিই নিজের অজান্তে পুনর্বার ফিরে এসে
ভালবাসি'ইয়ে দিলে।
তারপর চৈত্রের ঠা রোদ হয়ে; খনার
বচনের মতো যুগান্ত ধরে বুকের নির্জল
দীঘিটির চির সঙ্গী
হিজল ডালের আক্রোশে কুয়াশার মতো
মিশে গেলে।এরপরে বসন্তের আল্পনা এঁকে
দেহে ফুলে দেওয়ালে
শিশিরের মতো নিবৃত্ত হ'লে! রইলে না
শুধু বাস্তবে। যাতে তোমার চোখের স্বকীয়তা
আমার নীলে মজিয়ে
দূর জাহাজের ন্যায় জ্বলজ্বল জলেতে
জ্ব'লে উঠতে পারি নক্ষত্র অবিন্যস্ত তোমাতে।