মানচিত্রে চিহ্ন নেই অদৃশ্য ছায়া,
বেচে থাকার অস্তিত্বে-
বিলুপ্ত প্রায় এমন এক কায়া।
অসমাপ্ত আত্মজীবনী -
নেই যে সঠিক ঠিকানা,
দীগন্ত জুড়ে হাহাকার
জ্বলন্ত মোমবাতি সেখানে
ছড়ায় তিব্র অন্ধকার।
জানালার পর্দায় আলোর
সেখানে প্রবেশ ছিল মানা,
আটকে রাখা জীবন -
তখন এমনই বদ্ধ ছিল,
সেখানে বাতাস নিশ্চল
হৃদপিণ্ড ছিল শীতল।
যেখানে অশ্রু আসে তবু
তরলে মাদকতা নিয়ে,
চমৎকার পরিচয় আর
খলনায়কের মতো ঠোঁটের
কোনায় লীন হওয়া হাসি নিয়ে।
অভিনয়ে অভিশপ্ত আহবান,
বলছি সে যায়গার কথা
ব্যাথা-বেদনা মিলিয়ে সেখানকার -
জীবন জুড়ে শুধুই আফসোস ভুলে
বয়ে যাওয়া স্রোত আর
- ঝড়-ঝাপটা নাবিকের ছেড়া পালে,
লুকিয়ে নিজেকে পৃথিবী থেকে
যেখানে ছিলাম আড়ালে।
যেখানে ছিলাম আড়ালে
- ধ্রুব এ. সরকার