মাথায় ক্ষত নিয়ে তিন পা পায়ে
খুঁড়িয়ে চলা পোয়াতি কুকুরটা
ভালো নেই,
হাড্ডিসার
বিড়ালছানা গুলো ভালো নেই,
বেল গাছে সমবেত আবর্জনাভুক
কালো কাঁকগুলো ভালো নেই,
গাছে বেল পাঁকলে তাতে কাঁকের
কী!
কনকনে শীতে উম্মুক্ত
উদ্যানে বস্তা বন্দী ঘুমওয়ালারা ভালো নেই,
ফুটপাতের
বসতি গড়া আয়েশারা ভালো নেই
ডাস্টবিনের অবহেলিত
ময়লাগুলি ভালো নেই,
লাল সাদায় সুসজ্জিত শহীদ
মিনারের আজ ভীষন বিষন্নতা।
অপররাজেয় বাংলা ভালো নেই,
ফুলার রোডের স্বাধীনতা সংগ্রাম
ডুকরে কাঁদে,
বুকে তার ২৬৭ বছরের বেদনা।
স্মৃতিসৌধ ভালো নেই
পঙ্গুত্ব আর অসহায়ত্বের লাঠিতে ভর
দিয়ে
ধুঁকে ধুঁকে বেঁচে আছে আমাদের
প্রাত্যাহিক স্বপ্নগুলি।
কেউ ভালো নেই
কোথাও ভালো থাকার উপায় নেই।
ভালো আছে পরজীবীরা
ভালো আছে বুদ্ধিবেশ্যারা,
ভালো আছে আঁতাতবদ্ধরা,
ভালো আছে নিমক হারামের দল।
তবে আমরা সুখেই আছি,
তারা সুখে নেই।।