আমি হয়তো তোমাকে সুখী করতে
গিয়ে সুখের মর্মার্থ
গিয়েছিলাম ভুলে,
রাজ্যের ব্যস্ততার সঙ্গী করে,
নিঃসঙ্গতার
পথে পথে হেঁটেছি অবহেলে।
তুমি তো সুখ চেয়েছিলে,
সুখ বলতে - ছোট্ট একটা সংসার আর
আমার সুখ্যাতি।
আমি নির্বোধ ,
সুখ খুঁজেছিলাম- ধানমন্ডির
ফ্ল্যাট, মার্সেডিস গাড়ি আর
লকার ভর্তি সম্পত্তিতে।
আমি লোভী বা উচ্চাভিলাষী নই
তবে আমার প্রাত্যাহিক
ইচ্ছে কোন কষ্ট
যাতে তোমাকে না ছোঁয়।
কিন্তু কোথাকার যেন
বেখেয়ালী লালসা
আমাকে অন্ধ করেছিল বিত্তের
সুখে,
আমি সুখওয়ালীর
চাইতে সুখ্যবিত্তের মোহাবিষ্ট
ছিলাম।
ভুল তো মানুষই করে
আমিও করেছি,
তবে ক্ষমা আর প্রায়শ্চিত্ত নামক
শব্দ
দুটি আজো অভিধানে বেঁচে আছে।
চলো আবার শুরু থেকে শুরু করি
চলো সুখের সজ্ঞা পাল্টাই
ফিরে এসো সুখদেবী।
তুমিই তো সুখ,
প্রস্বস্তির অন্য নাম তুমি।।