শুধু দূরত্বই জানে একদিন কত কাছে ছিল সুরমা নদী,
কালস্রোতে ভেসে মৃতবৎ বুড়িগঙ্গা
শীতলক্ষার ঘাড়ে চেপে,
পাড়ি দিয়েছিল মেঘ বৃষ্টির দেশে,
চায়ের ঘ্রানে পূন্যের মাজারে,
বন্ধুর পথে পাথরের দেশে।
এতো পথ হেঁটে বুড়িগঙ্গা আজ সুরমা,
বুকে তাঁর বিচিত্র পাথর।
প্রিয় পাথর,
অর্কিড হতে পারিনি আমি,
তোমার কোটরে এক টুকরো জমিন দেবে আমায়?
পাথরে ফোঁটাবো আমি রক্তিম গোলাপ।
রোমান হরফে গুনে গুনে আট টি গোলাপ ফুটবে পাথরে,
শোনো অবোধিনী পাথর দেবী...
দেখে নিও তুমি
পাথরেও একদিন ফুটবে
টকটকে রক্তিম গোলাপ,
রোমান হরফের আট টি সুগন্ধি গোলাপ,
যার এক একটি পাপড়িতে লেখা থাকবে,
বিরহের অতীত গাঁথা আর
স্বপ্নিল ভবিষ্যতের মহাকাব্য।