ছেড়ে দেওয়া খুব সহজ,
আমি   ছাড়ি   বারবার;
পেরেছি সম্ভবত প্রতিবার।

মস্তিষ্কের অক্সিটোসিন নির্গমনে,
জগৎ   আলোড়িত   করে
জন্ম নিবে কোন এক মহাজ্ঞানী।

জ্ঞানের    সীমা    পেরিয়ে
প্রেমকে জয় করার ভৌতিক অভিযান,
ভয় আর সংশয়ে আত্ম সংযম করুণ;
তবে ফানুস হয়ে মিচে উড়ে যাওয়া।

ক্ষীণ সুখের তাড়নায় ভুল করে,
বড় চুলে নিজের গলায় ফাঁস কিভাবে?
বেঁচে থাকার জন্য তবুও দীর্ঘশ্বাস।

সব ছেড়ে যেন কিছুই যায়নি ছাড়া,
থেকে   যায়   অযত্নে   গড়া
যন্ত্রণা এবং হতাশার দিনলিপি।

ছেড়ে যাওয়া সহজ বলে,
আমি   ছাড়ি   বারবার;
পেরেছি সম্ভবত প্রতিবার।

২৬ই ডিসেম্বর,২০২৪