আমি চেয়েছি স্বর্গ দেখতে,
তুমি খুলে দিয়েছো নরকের দ্বার।
দেখিয়েছো আমায় নরকের অন্ধকার,
হারিয়েছি যৌবন উদ্দীপ্ত চেতনায়।
অদ্ভুত অন্ধকারের কেন্দ্রে ছিল প্রজন্মের লালসা!
আমি বারবার নিজেকে হারিয়ে আবিষ্কার করেছি
অন্ধকারে আলো খোঁজার নেশা ছিল ব্যর্থ।
হতভম্ব হয়ে নিস্তেজতা দেখেছি,
পরিণামে উত্তপ্ত নরক লাভ;
তবুও চেয়ে দেখা স্বর্গের শুভ্রতা।।


০১/১২/২০২৪