আমার মরণ বলে কিছু নেই,
যা আছে,তা প্রণয়ের সমাধি;
ভালোবাসা মরে তো,
মরি আমি বারেবারে,এই পাড়ে।


১৯ই ডিসেম্বর,২০২৪