বিষন্ন মনে বিস্তৃত সংশয়,
কিভাবে যাবে?
যেখানে সুখ ঘুমিয়ে,
রাত হলো অবচেতন।
হারানোর ভয় নেই,
নেই প্রায়শ্চিত্ত করার সংশয়;
মাঝরাতে বেরুনোর তাড়া নেই,
নেই কাকতাড়ুয়া সাজার দুঃস্বপ্ন।
আছে শুধু ভালোবাসা,
নিঃসঙ্গতা;
হেলেনের মোহ আর লালসা।
একেই কি তবে প্রেম বলে?
নাকি ছুঁয়ে যাওয়া হতাশা!

১৪/১২/২৪