ময়নার চোখের কাজল যেন এসিড বৃষ্টি,
উত্তপ্ত যৌবনের কাননে ফোটে গাঁদা ফুল।
যৌন লালসা থেকে মনে ভালোবাসার সৃষ্টি,
উত্তাল  স্মৃতিচরণে অতীতের নিকৃষ্ট ভুল।

২৪/১০/২৪