আমার গন্তব্য ছিল তোমার মনে,
মস্তিষ্কের অভ্যন্তরে কোন এক কোষকে ঘিরে
চলছিলো প্রেম উৎপাদন।
যৌনির প্রকোষ্ঠে তুমি বাঁচিয়ে রেখেছো,
লালন করছো এক অদ্ভুত মায়া।
হীনমন্য নাবিকের যাত্রা জরায়ুকে কেন্দ্র করে,
শরীরে শত বর্ষের উত্তেজনা নিস্তেজ।
জরায়ুতে তুমি বাঁচিয়ে রেখেছো এক অনাগত ভবিষ্যৎ,
নাবিকের পথে বাধা হয়ে দাড়ায় কিছু রক্তকোষ।
স্রোতে ভেসে যাচ্ছে কিছু গল্প,যেখানে আছে
বেঁচে ফেরার সংকল্প।
দুঃস্বপ্নে বোকা নাবিকের মুচকি হাসিতে
উত্তাল ঢেউয়ে নৌকা ডুবি।।
১৪/১১/২০১৪