শেষান্তে আমার শব্দের হৃদপিণ্ডে ঘূর্ণিঝড় এমন
যা আমার ইচ্ছা রোধে দুর্নিবার,
এক ভীষণ ব্যাকুলতার টুটি চেপে ধরে
হেসে বলছি
এ যাত্রা কোথায় যাবার।
অস্থিতিশীল হৃদপিণ্ডের
ধুকপুকানি শুনছি
নিজেকে জটিলতার ভাগাড়ে ফেলে
বিষাদের চক্রে ঘুরছি।
যা অনিবার্য তা কি এই ভগ্নাংশে রেখেছিলাম ?
জরাজীর্ণ এপাশ ওপাশ ঘুম আমার,
কি জানি,
হয়তো আবার পুরোনো রোগ বেছে নিলাম।